thereport24.com
ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১,  ২ রবিউস সানি 1446

কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবার নিয়ে শ্রদ্ধা মাশরাফীর  

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৮:২৬:৫৮
কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবার নিয়ে শ্রদ্ধা মাশরাফীর
 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবার নিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি, তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় মাশরাফীর স্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন তার দুই সন্তান সাহেল-হুমায়রা ও পরিবারের সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোটা জাতির সঙ্গে ক্রিকেটারাও শহীদদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভেঙে ঘাতক বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করেছেন ক্রিকেটাররা।

সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে লিখেছেন, যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই; তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুক পেজে লিখেছেন, যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক। ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর