thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ঢাকা আইনজীবী সমিতির  ভোটগ্রহণ চলছে

২০২৩ ফেব্রুয়ারি ২২ ১১:৪৬:৫৬
ঢাকা আইনজীবী সমিতির  ভোটগ্রহণ চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক :ঢাকা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

চবুধবার সকাল ৯টা থেকে শুরু হয় দুই দিনব্যাপী এ ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।১৯ হাজার ৬১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু।

তিনি বলেন, বিগত নির্বাচনের মতো এবারও সুষ্ঠু, সুন্দর ও একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো। ঢাকা আইনজীবী সমিতির মোট সদস্য সংখ্যা ২৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৯ হাজার ৬১৮ জন সদস্য।

তিনি আরও বলেন, নির্বাচনে ২৩টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলে ২৩ জন।বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেল নির্বাচনে ২৩ জন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর