thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

২০২৩ ফেব্রুয়ারি ২৩ ১২:০১:০৭
সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর সোয় এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১পয়েন্ট কমে ৬ হাজার ২০৬পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৫ও ২২১৯পয়েন্টে রয়েছে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৮কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬ টির, কমেছে ১৩৮টির এবং অপরির্বতিত রয়েছে ৯২ টি কোম্পানির শেয়ার। সূচকের পতনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও(সিএসই) লেনদেন চলছে।

আগের দিনও (বুধবার)সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।গতকাল প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নামে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে লেনদেন শেষ হয়। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ২ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছিল।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর