thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আজ জেলায় জেলায় বিএনপির পদযাত্রা,আ.লীগের শান্তি সমাবেশ

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৩:২৯:১৭
আজ জেলায় জেলায় বিএনপির পদযাত্রা,আ.লীগের শান্তি সমাবেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিভিন্ন কর্মসূচি নিয়ে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) মাঠে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। আজ বিএনপি পদযাত্রা করবে। আর আওয়ামী লীগ করেব শান্তি সমাবেশ। গত কয়েক মাস ধরে রাজনীতির মাঠ দখলে দুই দলের মধ্যে যে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে, তার ধারাবাহিকতায় এই কর্মসূচি হাতে নিয়েছে তারা।

এর আগে চলতি মাসে ইউনিয়ন এবং মহানগর পর্যায়ে একই দিন রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে ছিল দুই দল। ইউনিয়ন পর্যায়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটলেও মহানগরের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ।

রাজধানী ও মহানগর কেন্দ্রিক কর্মসূচি শান্তিপূর্ণ হলেও ইউনিয়নের পর জেলা পর্যায়েও দুই দলের নেতাদের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। জেলা পর্যায়ে রাজপথ দখলের লড়াইয়ের মানসিকতায় গত বছরের মাঝামাঝিতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ এবং পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে, প্রাণহানিও হয়।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, কেন্দ্রীয় নেতারা জেলার কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন। আওয়ামী লীগ অবশ্য স্থানীয়ভাবে শান্তি সমাবেশের কর্মসূচি পালন করবে।

বিএনপির বিভাগীয় গণসমাবেশের পাল্টা হিসেবে গত বছরের নভেম্বর থেকে আওয়ামী লীগও একই দিন কর্মসূচি পালন করে আসছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের দিন থেকে ক্ষমতাসীনরা রাজপথে অবস্থান নেওয়া শুরু করে। তখন থেকেই পাল্টা কর্মসূচি শুরু হয়।

আওয়ামী লীগ নেতারা জানান, কেন্দ্র থেকে জেলা কমিটিগুলোকে কর্মসূচির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু জেলার ইউনিয়ন পর্যায়েও শান্তি সমাবেশ কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনরা।

ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করবে। বিএনপির পদযাত্রা কর্মসূচিতে আমাদের নেতাকর্মীরা কোনো বাধা দেবে না। তবে বিএনপির কর্মসূচি থেকে যেন কোনো সহিংসতা চালাতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে আমাদের নেতাকর্মীরা। ’

দেশের প্রতিটি জেলা ও মহানগরে আজ শান্তি সমাবেশ করবে যুবলীগও। গতকাল সংগঠনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার দেশের প্রতিটি উপজেলা, থানা, পৌরসভায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশের প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করবে যুবলীগ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর