thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিএনপি ক্ষমতায় এলে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে- কাদের

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৪:৪৮:৫০
বিএনপি ক্ষমতায় এলে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে- কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি ক্ষমতায় এলে রাজাকাররা স্বাধীনতা পদক পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে। রাজাকারদের স্বাধীনতা পদক দেবে। এরা ক্ষমতায় আসলে বোরকা পরেও নারীরা ঘরের বাইরে আসতে পারবে না। তারা আসলে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপিকে প্রতিরোধ করতে হবে।

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাটের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ডাক দিলেই চলে আসবেন। এবার কিন্তু কঠিন। মনে রাখবেন আন্দোলন করতে জনগণ লাগে। বিএনপির সঙ্গে জনগণ নাই। কিন্তু তাদের সঙ্গে পেট্রোল বোমা আছে, সঙ্গে অস্ত্র আছে। তারা সুযোগ পেলে অল্প লোক দিও ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে। মাইনরিটির সরকার শেখ হাসিনার সরকার।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের পরিচালনায় মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম, শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, পানি সম্পদ উপমন্ত্রী একে এনামুল হক শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর