thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিডিআর বিদ্রোহে খালেদা জিয়া গতিবিধি ছিল সন্দেহজনক - হানিফ

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৪:৫১:৩১
বিডিআর বিদ্রোহে খালেদা জিয়া গতিবিধি ছিল সন্দেহজনক - হানিফ

দ্য রিপোর্ট প্রতিবেদক:‘পিলখানায় হত্যাকাণ্ডের দিন বিএনপি নেত্রী খালেদা জিয়ার গতিবিধি সন্দেহজনক ছিল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীতে পিলখানা ট্রাজিডির শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, খালেদা জিয়া সচরাচর সকালে ঘুম থেকে না উঠলেও সেদিন (বিডিআর বিদ্রোহ) উঠেছিলেন। পরে গাড়ি করে দুদিনের জন্য কোথায় যেন চলে যান। তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের মধ্যেই বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগকে যারা পছন্দ করে না বিডিআর বিদ্রোহ তাদের ষড়যন্ত্রের অংশ। সরকারকে উৎখাত বা আঘাত করার লক্ষ্যে এ ঘটনা ঘটানো হয়েছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর