thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার- আইনমন্ত্রী

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৪:৫৩:৫৭
বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার- আইনমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার। ’৭৫ এর পর ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে দলটি। হত্যার পর মিথ্যাচার- এটাই তাদের আর্দশ। এর ধারাবাহিকতা বজায় রেখে ২০০১ সালে ক্ষমতা দখল করে তারা। পরে বাংলার জনগণের ওপর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে দলটির নেতাকর্মীরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, আওয়ামী লীগের ভাই-বোন, পরিবার, কাউকে বাদ দেয়নি বিএনপি। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯বার চেষ্টা করেছে দলটি। প্রতিবারই তিনি বেঁচে যান। আপনারা ২০০৬ সালে প্রহসন দেখেছেন। এই সবকিছু তাদের আর্দশে লেখা। এছাড়া অন্য কিছু করতে পারে না তারা।

তিনি বলেন, বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের শুধু উন্নয়ন নয়, রাজনীতিতে শান্তিও দেখেছে। আমরা এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই। জনগণের কাছে তাদের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি। ২০২৪ সালের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তা আবারো প্রমাণ করব। কেউ যাতে জনগণের ক্ষতি করতে না পারে, সেজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর