thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

কামিন্সের পরিবর্তে পরের টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৫:০৪:১৪
কামিন্সের পরিবর্তে পরের টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ

দ্য রিপোর্ট ডেস্ক:ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইঞ্জুরিতে জর্জরিত। এই লিস্টে আছে ডেভিড ওয়ার্নার, জস হ্যাজলউড, অ্যাস্টন অ্যাগার নাম। তবে ইনজুরিতে না পড়েও ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারবেন না দলের অধিনায়ক প্যাট কামিন্সও।

সিরিজের মাঝ পথে মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরতে হয়েছে কামিন্সকে। ১ মার্চ তৃতীয় টেস্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিয়ে নেতৃত্বও দেয়ার কথা ছিল তার। কিন্তু কামিন্স ভারতে ফিরতে পারেননি এখনো। তৃতীয় টেস্টের আগে তার ভারতে ফেরার সম্ভাবনাও কম। তাই নিয়মিত অধিনায়ককে ছাড়াই তৃতীয় টেস্টে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্সের পরিবর্তে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।গতকাল (শুক্রবার) কামিন্স বলেন, ‘আমার মা প্যালেটিভ কেয়ারে রয়েছে। মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয়, এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ।’

টেস্টে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক স্মিথ। কামিন্স না থাকায় নেতৃত্ব দিবেন তিনিই। তবে কামিন্সের না থাকা মানে শুধু একজন অধিনায়কই নয়, বরং একজন পেসারও হারাল দলটি। ইন্দোরে কামিন্স অনুপস্থিত থাকলেও চোট সারিয়ে দলে ফিরছেন মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিন।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর