thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

সাপ্তাহিক দাম কমার শীর্ষে বিজিআইসি

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৬:৫৮:৩১
সাপ্তাহিক দাম কমার শীর্ষে বিজিআইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের (বিজিআইসি) শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৬২.৩০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ৫০.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১১.৯০ টাকা বা ১৯.১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের ১০.৮৩ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১০.২৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭১ শতাংশ, জেমিনি সি ফুড ৭.২২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.২১ শতাংশ, আইটি কনসালটেন্টের ৬.১৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.৯৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৫.৯০ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৫.৪৬ শতাংশের শেয়ারের দাম কমেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর