thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

আজকের চার ভাগ্যবান কোম্পানি

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৬:৪৪:২৫
আজকের চার ভাগ্যবান কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথমদিন রোববার (২৬ ফেব্রুয়ারি) শুরু থেকে শেষ পর্যন্ত টানা দরপতন অব্যাহত ছিল। এদিন সূচকের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা পঞ্চম দিন দরপতন অব্যাহত আছে। এদিন বেড়েছে মাত্র ৪টি কোম্পানির শেয়ারের দাম। কমেছে ১৪৯টি কোম্পানির। অপরিবর্তিত আছে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ৯ টাকা ১০ পয়সা বা ৬.২২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ১৫৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৩২৮ বারে ৫ লাখ ৯৬ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাটা সু কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৪০ পয়সা বা ১.১১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯২৭ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার৪০ পয়সা বা ৩৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৫ টাকা দরে লেনদেন হয়। রিপাবলিক ইন্স্যুরেন্স তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর