thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সবকিছু স্বাভাবিক আছে- তামিম

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৮:১১:৩৮
সবকিছু স্বাভাবিক আছে- তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক:সাকিব-তামিম বিরোধ নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুজনের দ্বন্দ্বের জেরে নাকি দলের ড্রেসিংরুম স্বাস্থ্যকর নয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আজ রোববার (২৬ ফেব্রুয়ারী) মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তামিম ইকবালের কাছে ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে জানতে চাওয়ায় তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেকদিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

পাপনের বলা গ্রুপিং নিয়ে দেশসেরা ওপেনার বলেন, ‘১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। দল ভালো না করলেই এই শব্দ (গ্রুপিং) ব্যবহার করা হয়। ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও দেখিনি। ছয় মাসের মধ্যে হলে জানি না, ৩-৪ দিনেও দেখিনি। এভ্রিথিং ইজ ভেরি ফাইন।’

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি পাপন জানিয়েছিলেন, ‘এটি কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়, এটি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কে ফাটল), এটা এমন নয় যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি এবং বুঝতে পেরেছি যে এই মুহূর্তে তাদের মধ্যকার সমস্যাগুলো নিষ্পত্তি করা সহজ নয়। এই আমার পর্যবেক্ষণ…তাদের উভয়কে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে- আমরা জানি না আপনাদের মধ্যে কি চলছে, তবে আপনারা যে ম্যাচে বা সিরিজ খেলছেন, সেখানে এই সম

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর