thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৪:১৭:০৭
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে

দ্য রিপোর্ট প্রতিবেদক:সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মিলবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের টিকিট। খেলার দিনও টিকিট পাওয়া যাবে। প্রথম দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে সর্বনিম্ন মাত্র ২০০ টাকার বিনিময়ে দেখা যাবে ম্যাচ। স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আর দর্শকদের সর্বোচ্চ গুনতে হবে ১৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বিসিবি।

এবার টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে বিভক্ত করেছে বিসিবি। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাবে দর্শকরা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর