thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সবকিছু ধ্বংস করে : প্রধানমন্ত্রী 

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৬:২৭:১২
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সবকিছু ধ্বংস করে : প্রধানমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সবকিছু ধ্বংস করে দেয়। বলেন-সামরিক শাসকরা যখন আসে তখন দুর্নীতি বেশী হয়, কারণ জনগণের কাছে জবাবদিহিতা থাকে না তাদের।

বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কের্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রশাসনিক কর্মকর্তাদের জনমুখী হয়ে দেশের মানুষের জন্য কল্যাণে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তথ্য-প্রযুক্তি, ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পাওয়াসহ সবক্ষেত্রে আসা পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

প্রশাসনের কর্মকর্তাদের উপনিবেশিক ধ্যানধারনা থেকে বের হয়ে জনগনের সেবক হয়ে কাজ করার কথাও বলেন প্রধানমন্ত্রী। যুদ্ধ আর বিশ্ববাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে সঞ্চয়ী হওয়ার পরামর্শও দেন সরকার প্রধান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর