thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খালেদা জিয়াকে নিয়ে আ.লীগের  মাথা না ঘামালেও চলবে- মির্জা ফখরুল

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৬:২৮:২২
খালেদা জিয়াকে নিয়ে আ.লীগের  মাথা না ঘামালেও চলবে- মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবস্থা বুঝে খালেদা জিয়া যেখানেই থাক সে অবস্থায় রাজনীতি করবেন। এটা দল বুঝবে, এ নিয়ে আওয়ামী লীগের মাথা না ঘামালেও চলবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ সব কথা বলেন তিনি। খালেদা জিয়াকে ভয় না পেলে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।

এসময় তিনি আরও বলেন, দেশের কিছু সংখ্যক রাজনৈতিক দলের কাজ হচ্ছে তাঁবেদারি করা, এরা জনগণের অধিকার নিয়ে কথা বলে না।

আওয়ামী লীগের এসব দল ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি আন্দোলন করছে মানুষের অধিকারের জন্য, দেশে দুর্নীতি হচ্ছে, টাকা পাচার হচ্ছে এ নিয়ে কোন কৈফিয়ত নেই সরকারের। যা ইচ্ছে তাই করছে আওয়ামী লীগ। এর থেকে মানুষকে মুক্ত করতে বিএনপির আন্দোলনে সবাইকে যোগ দেয়ার আহবান করেন মির্জা ফখরুল।

নির্যাতনের মাধ্যমে সরকার টিকে আছে বলে দাবি করে ফখরুল ব‌লেন, নির্যাত‌নের করেই এ সরকার টি‌কে আছে, তারা নির্যাতন কর‌বেই। কারণ বিএন‌পি স‌ত্যের কথা ব‌লে, গণত‌ন্ত্রের কথা ব‌লে। কিন্তু তা‌দের হ‌টি‌য়ে সরকার পত‌নের হু‌শিয়া‌রি দেন তি‌নি।

বিএনপি মহাসচিব বলেন, দি‌নে দি‌নে নিত‌্যপ‌ন্যের দাম বাড়‌ছে, বা‌ড়ি ভাড়া বাড়‌ছে, শিশু‌দের স্কু‌লে ক‌লে‌জে পাঠা‌নো কষ্ট হয়ে যা‌চ্ছে অ‌ভিভাবক‌দের। অথচ সরকা‌রের কো‌নো খোজ নেই। তারা উন্নয় কর‌ছে ঠিক, ত‌বে নি‌জের দ‌লের লোকজ‌নের, আত্মীয় স্বজন‌দের।

তি‌নি আরও ব‌লেন, সরকা‌রের দুর্নী‌তি এমন পর্যা‌য়ে নি‌য়ে গে‌ছে ব‌্যাংকগু‌লো খা‌লি ক‌রে ফে‌লে‌ছে, রিজার্ভ নি‌চে নে‌মে এ‌সে‌ছে। অথচ সরকা‌রের কো‌নো জবাবদি‌হিতা নেই।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর