thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ইবিতে ছাত্রী নির্যাতনের সত্যতা পেয়েছে ছাত্রলীগ

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৬:৪১:২৪
ইবিতে ছাত্রী নির্যাতনের সত্যতা পেয়েছে ছাত্রলীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে নির্যাতনের আলোচিত ঘটনায় তদন্ত প্রতিবেদন কেন্দ্রে পাঠিয়েছে শাখা ছাত্রলীগ গঠিত তদন্ত কমিটি। রোববার রাতে কমিটি প্রতিবেদন প্রস্তুত করে ইমেইলের মাধ্যমে কেন্দ্রে জমা দিয়েছে। কমিটির আহবায়ক ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান অনিক বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের তদন্ত প্রতিবেদনেও নির্যাতনের সত্যতা পাওয়া গেছে বলে। অভিযুক্ত, ভুক্তভোগী ও গণরুমের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পর্যালোচনা করে প্রতিবেদন তৈরী করে তদন্ত কমিটি।

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য বলেন, ‘ওই রাতে অভিযোগকারী ছাত্রীকে নির্যাতন করা হয়েছে এটি নিশ্চিত। আমরা নির্যাতনের যতটুকু সত্যতা পেয়েছি তা প্রতিবেদনে তুলে ধরেছি। আমরা কোন সুপারিশ করিনি। কেন্দ্রে প্রতিবেদন জমা দিয়েছি। তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। এতে আমাদের এক নেত্রী থাকায় তার বিষয়টিও আমরা উল্লেখ করেছি। কেন্দ্র চাইলে প্রতিবেদনের আলোকে সিদ্ধান্ত নিতে পারবে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর