thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

শেকল

২০২৩ ফেব্রুয়ারি ২৮ ০১:২৪:৩৩
শেকল

মহিউদ্দীন মোহাম্মদ

পোড়া বারুদের,
বাণিজ্য বেসাতি নিয়ে পৃথিবী ছারখার;
মানুষই অস্ত্র বানায়, বাসনা- বিপণ্ন ধ্বংসের!
মানুষই হন্তারক মানুষের,

যা কিছু নামিয়ে আনে-
হাতের কামাই।

মুছে ফেল যাবতীয় ভয়,
দানা বাধবে ইচ্ছেরা নিশ্চয়;
মানুষই শেষতক জয়ী হবে।
কুচক্রী শেয়াল, মর্যাদায়
অতিক্রম করে না সিংহকে।

মনের শেকল, ভয়-ভাঙো।
সমুখে বা পেছনে-
বিরাট কুমির হা করে আছে-
ঘৃণা করো তাকে; আর
তাক করে রাখা বন্দুকের নল।

ইতিহাসের উজ্জ্বল বর্ণমালা দেখ,
দেখ কিস্তি ভাসে নবিজি নুহের,
নামবে জলধারা নব নির্মাণের।

দিন শেষে গড়ে তোল মজলুমের মুকাদ্দাস;
একটা নতুন বিশ্ব একটা নতুন আওয়াজ।

ভয়ের নিশান দেখে পালিওনা ইউনুস
মুক্তি? সেতো নৌকো থেকে গত্যান্তর মৎস্য পেটে!
পুনরায় বিনীত প্রার্থনা-
ক্ষম মোরে, প্রভুদয়াময় ক্ষম!

এখানে তো কেউ হত্যা করি নি স্বর্গীয় উট,
তথাপি কেন আজাবের ভয় রয়ে গেছে!

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর