thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফ্লোর প্রাইস তুলে নেয়ার কোন সম্ভাবনা নেই, সিইও ফোরামের সাথে বিএসইসি’র বৈঠক

২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৭:২১:৫২
ফ্লোর প্রাইস তুলে নেয়ার কোন সম্ভাবনা নেই, সিইও ফোরামের সাথে বিএসইসি’র বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের পুঁজিবাজারে ফ্লোর প্রাইস তুলে নেয়ার কোন সম্ভাবনা নেই। এজন্য বিনিয়োগকারীদের ভয়ের কোন কারন নেই। সিইও ফোরামের সাথে বিএসইসি’র বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সিইও ফোরামের প্রতিনিধিদের সাথে বৈঠক করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

এদিন সকাল ১০ টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠকে নতুন করে ফ্লোর প্রাইস না তুলে নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এর আগে পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। একইসাথে এসব কোম্পানির শেয়ারদর এক দিনে সর্বোচ্চ কমায় সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ।

বৈঠকে অংশগ্রহন করা একজন জানিয়েছেন, এখনই ফ্লোর প্রাইস তুলে দেওয়ার ব্যাপারে কমিশনে কোন আলোচনা হয়নি। তিনি বলেন, সূচক ৬৭০০ অতিক্রমের পর পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর