thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বেদুইন বসতি উচ্ছেদ করছে ইসরায়েল

২০১৩ নভেম্বর ১২ ১৮:১৭:০০
বেদুইন বসতি উচ্ছেদ করছে ইসরায়েল


দিরিপোর্ট২৪ ডেস্ক : ইসরায়েলি আরব অধিকার বিষয়ক এনজিও আদালাহ অভিযোগ করছে, বসবাসের স্থান থেকে বেদুইনদের উচ্ছেদ করে ইহুদি শহর স্থাপন করছে ইসরায়েল। খবর আল জাজিরার।

ইসরায়েলভিত্তিক এই সংস্থাটি বলছে সরকারের মাধ্যমে তাদের বর্ণবাদী নীতিকে বেদুইন গ্রামের উপর প্রতিষ্ঠিত করছে।

‘নেগেভের দুটি নতুন সম্প্রদায়’ নামে এই বসতি স্থাপনকে ইসরায়েলি ক্যাবিনেট রবিবারে অনুমোদন দেয়। এই অঞ্চল দুটি হলো দক্ষিণ ইসরায়েলের কেসাফ ও হিরান।

আদালাহ’র ভূমি ও পরিকল্পনা বিভাগের পরিচালক সুহাদ বিসারা বলেন, হিরানে এই ধরনের নির্মাণ অস্বীকৃত উম এল-হেরান গ্রামকে খুব দ্রুতই ধ্বংস করবে। এর অধিবাসিদের উচ্ছেদ করবে।

বসতি স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করছে দি ইসরায়েলি হাউজিং এন্ড কনস্ট্রাকশন মিনিস্ট্রি। তারা বলছে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। তারা আরো বলছে এই কারণে বর্ণবাদের অভিযোগেরও ভিত্তি থাকে না।

ইসরায়েলের ক্যাবিনেটে আনা বিলে ত্রিশ থেকে চল্লিশ হাজার বেদুইনের স্থানাস্তরের কথা বলা হয়েছে। এতে ধ্বংস হবে চল্লিশটি গ্রাম এবং বাজেয়াপ্ত হবে নেগেভের সত্তর হাজার হেক্টর ভূমি। এটি জানুয়ারিতে সরকার অনুমোদন করে এবং সংসদে পড়া হয় জুন মাসে। আইনে পরিণত হওয়ার আগে এই বিল সংসদে আরো দুইবার পড়া হয়।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর