thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে- প্রধানমন্ত্রী 

২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৭:৪১:২৭
আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে- প্রধানমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অর্থনীতি গতিশীল রাখতে হবে। বিশ্ব অর্থনীতিতে মন্দার ভাব যেন আমাদের ওপর না আসে সেজন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে। আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর ওপর অর্পিত দায়িত্ব সবসময় সফলতার সঙ্গে পালন করেছেন। আপনাদের এ এলাকায় আসতে পেরে আমি আনন্দিত। ’

তিনি বলেন, ‘হাওরের প্রতিটি রাস্তা হবে এলিভেটেড। যাতে চলাচলে কোনো সমস্যা না হয়। পানি প্রবাহে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়।

তিনি বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে আমার পরিবারিক সম্পর্ক। রাসেলেরও ইচ্ছা ছিল সেনা অফিসার হওয়ার। কিন্তু সেটা হতে দেওয়া হয়নি। আমি সবাইকে হারিয়েছি। কিন্তু আজকে আমি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। আজ বাংলাদেশ এগিয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা কাজ করছি। কোনো মানুষ ভূমিহীন থাকবে না। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি। আমরা ক্ষমতায় এসে এটা করেছি। সিটমহল বিনিময় হয়েছে শান্তিপূর্ণভাবে। কোনো প্রতিবেশীর সঙ্গে এমন শান্তিপূর্ণভাবে সিটমহল বিনিময়ের নজির নেই।

সরকারপ্রধান বলেন, ‘করোনা অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে দ্রব্যের দাম বেড়েছে। উন্নত দেশেও আজ হিমশিম খাচ্ছে। এরপরও আমরা অর্থনীতি গতিশীল রাখতে পেরেছি। আমি আহ্বান করি, এক ইঞ্চি জমিও যেন অনবাদি না পড়ে থাকে। মন্দাভাব যেন আমাদের ওপর না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। ’

তিনি বলেন, ‘আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের নিজেদের উন্নতি নিজেদের কারতে হবে। কারও কাছে হাত পাতব না। যেভাবে পদ্মা সেতু করেছি, সেভাবেই আমরা আত্মনির্ভরশীল হব।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর