thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বীমা খাতের সঙ্গে আমাদের পরিবারের আত্মার সম্পর্ক- প্রধানমন্ত্রী 

২০২৩ মার্চ ০১ ১৮:৩৫:৫৬
বীমা খাতের সঙ্গে আমাদের পরিবারের আত্মার সম্পর্ক- প্রধানমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিমা কোম্পানি পরিবারের একজন সদস্য নিজেকে হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো কারণে এই খাতের বদনাম হোক সেটা চান না তিনি। এসময় বিমা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

জাতীয় বিমা দিবস উপলক্ষে আজ বুধবার (১ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কর্মজীবন শুরু হয়েছিল একটি বিমা কোম্পানিতে চাকরির মাধ্যমে। ফলে এই খাতের সঙ্গে আমাদের পরিবারের আত্মার সম্পর্ক রয়েছে। এই খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগ এর কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর