thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফিরে এসেছে ১৬৯ কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে

২০২৩ মার্চ ০১ ১৮:৫৯:২৭
ফিরে এসেছে ১৬৯ কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ফ্লোর প্রাইস (শেয়ার দর কমার সর্বনিম্নসীমা) বেঁধে দিয়ে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১লা মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিগুলোর গত ৪ কার্যদিবসের (২৬ ফেব্রুয়ারি-১ লা মার্চ) শেয়ার দরের গড় অনুযায়ী ফ্লোর প্রাইজ নির্ধারণ করা হবে।

এর আগে গত ২১ ডিসেম্বর এই ১৬৯টি কোম্পানির ফ্লোর প্রাইস বাতিল করে শেয়ার দর কমার ক্ষেত্রে সর্বনিম্ন ১ শতাংশ সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছিল বিএসইসি।

এতে করেও বাজারের পরিস্থিতি ভালো না হওয়ায় এবং ফ্লোর প্রাইস প্রত্যাহার করা কোম্পানিগুলো শেয়ার দাম প্রতিদিনই কমতে থাকায় বিনিয়োগকারীদের মাঝে অস্থিরতা কাজ করছিল। বিনিয়োগকারীদের অস্থিরতা উপলব্ধি করে আবারও এই কোম্পানিগুলোর শেয়ার দরে ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিল বিএসইসি।

অন্যদিকে, বাকি কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস অপরিবর্তিত থাকবে। বাজার ভালো না হওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে বলে একাধিকবার জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর