thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

এই সরকার বাকশাল কায়েম করতে চায়:  মির্জা ফখরুল 

২০২৩ মার্চ ০২ ২০:৩২:২৯
এই সরকার বাকশাল কায়েম করতে চায়:  মির্জা ফখরুল 

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের বর্তমান পরিস্থিতিতে বসে থাকলে চলবে না, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় চেপে বসেছে। তারা আবারও বাকশাল কায়েম করতে চায়। অর্থনীতিকে ধ্বংস করে লুটের রাজত্ব কায়েম করা হয়েছে।

তিনি বলেন, মানুষ ভোট দিতে পারছে না। ভিন্নমত পোষণ করতে পারছে না। ভিন্ন মত প্রকাশ করলেই কারাগারে যেতে হচ্ছে। সৎভাবে কেউ ব্যবসা করতে পারছেন না।

বিএনপির এই নেতা বলেন, দেশে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এ অবস্থায় বসে থাকলে চলবে না। সামনে একটাই পথ, আন্দোলন আন্দোলন এবং আন্দোলন।

তিনি বলেন, স্বাধীনতা, ভোটাধিকার এবং গণতন্ত্রকে রক্ষা করতে হবে। চলমান যুগপৎ আন্দোলনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলন গোটা জাতির।

আলোচনা সভায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর