thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ,শুরুতেই সাফল্য

২০২৩ মার্চ ০৩ ১২:৪৬:৪৯
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ,শুরুতেই সাফল্য

দ্য রিপোর্ট প্রতিবেদক:সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমছে বাংলাদেশ। সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম। ইনিংসের শুরুতে স্বাগতিকদের আনন্দে ভাসিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

ইংলিশ দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট নেমেছিলেন ব্যাটিংয়ে। বাংলাদেশের হয়ে দুই বাঁহাতি স্পিনার বোলিং শুরু করেন, যদিও সফলতার দেখা পাননি তারা। ইনিংসের সপ্তম ওভারে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন।

ওপেনার ফিল সল্ট ১৫ বলে ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এ রিপোর্ট লেখার সময় ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২৫ রান।

অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশে দুই পরিবর্তন

জফরা আর্চার ও ক্রিস ওকসের পরিবর্তে একাদশে সাকিব মাহমুদ-স্যাম কারান।

একাদশে যারা, জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, ও মার্ক উড।


আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের চারশ ম্যাচ

আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসান। তিনি এখন পর্যন্ত দেশের জার্সিতে ২২৫ ওয়ানডে, ১০৯ টি-টোয়েন্টি ও ৬৫টি টেস্ট খেলেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৪০০ ম্যাচের তকমা লাগছে সাকিবের গায়ে। তার আগে মুশফিকুর রহিমের ৪০০ ম্যাচ খেলে ফেলেন। মুশফিক এখন পর্যন্ত খেলেছে ৪২৬ ম্যাচ।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর