thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দলে হাইব্রিড ঢুকে গেছে: কাদের 

২০২৩ মার্চ ০৫ ০০:২৭:৫৪
দলে হাইব্রিড ঢুকে গেছে: কাদের 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে হাইব্রিড ঢুকে গেছে। এদের কবল থেকে দলকে রক্ষা করতে হবে।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সদ্য প্রয়াত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিন আহমদের স্মরণে এ শোকসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এ শোকসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের সদ্য প্রয়াত জননেতা মোছলেম উদ্দিন আহমদ দলের ভেতরে ঢুকে পড়া হাইব্রিডদের নিয়ে ভাবতেন। আমি চাই, হাইব্রিডদের কাছে দল যেন কখনও আত্মসমর্পণ না করে।

বিএনপি ক্ষমতায় বসলে দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হাওয়া ভবনের কথা দেশবাসী ভুলে যায়নি। বিএনপির হাজার হাজার কোটি টাকা আমেরিকা ও সিঙ্গাপুরে পাচার করার কথাও কেউ ভোলেনি। মনে রাখতে হবে, বিএনপি ভয়ংকর লুটেরা দল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর