thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আ.লীগ আবারও সাজানো নির্বাচনের আয়োজন করছে:  মির্জা ফখরুল

২০২৩ মার্চ ০৫ ০০:৩০:৫২
আ.লীগ আবারও সাজানো নির্বাচনের আয়োজন করছে:  মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগ আবারও সাজানো নির্বাচনের আয়োজন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তামাশার নির্বাচন বিএনপি হতে দেবে না।

শনিবার (৪ মার্চ) রাজধানীর উত্তরায় পদযাত্রা পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সংবিধান কাটাছেঁড়া করে একটি সাজানো নির্বাচন আয়োজনের জন্য সবকিছু গুছিয়ে নিয়েছে। এই সরকারের অধীনে কখনও নিরপেক্ষ নির্বাচন হবে না।

তিনি বলেন, এবার আর তামাশার নির্বাচন হতে দেওয়া হবে না। এ জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকব। যতই বাধা আসুক, তা অতিক্রম করে এগিয়ে যাব।

এ সময় আগামী ১১ মার্চ দেশের সব মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের পদত্যাগসহ ১০ দফার দাবির সঙ্গে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর