thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

৭ মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি

২০২৩ মার্চ ০৫ ০০:৩২:১৪
৭ মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ৭ মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি।

শনিবার (৪ মার্চ) সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে দলটি।

জানা গেছে, আগামী ৭ মার্চ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরের আরও ৪৯টি স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর