thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ঢাকায়   আসছে  আইএমএফের প্রতিনিধি দল

২০২৩ মার্চ ০৫ ১১:৫১:৩৯
ঢাকায়   আসছে  আইএমএফের প্রতিনিধি দল

দ্য রিপোর্ট প্রতিবেদক:পাঁচ দিনের সফরে আজ (রোববার) ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল।

বাংলাদেশের আর্থিক খাতে জলবায়ু সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন করতে তাদের এই সফর।

আইএমএফের মনিটারি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমসিএম) বিভাগের অর্থনীতিবিদ এজেন্স ক্যারেলার নেতৃত্বে এই মিশন বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ বাংলাদেশ কর্তৃপক্ষকে ভৌত জলবায়ু ঝুঁকি মূল্যায়নের জন্য একটি কাঠামো তৈরি করতে সাহায্য করবে।

এ ছাড়া বেশ কিছু মন্ত্রণালয়, জলবায়ু বিশেষজ্ঞ, বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাতের বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপনেও সহায়তা করবে আইএমএফের মিশনটি।

এদিকে ডলার সংকট মোকাবিলায় আইএমএফ থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশ। এই ঋণের মধ্যে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার আরএসএফ’র আওতায় দেওয়া হচ্ছে। ঋণের শর্ত অনুযায়ী, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে আগামী বাজেটে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষেই আগামী বাজেটে জলবায়ু পরিবর্তন নিয়ে আলাদা বাজেট বই বের করার প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর