thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জমকালো আয়োজনে পর্দা উঠছে ইউমেন্স আইপিএলের

২০২৩ মার্চ ০৫ ১৭:০২:০৭
জমকালো আয়োজনে পর্দা উঠছে ইউমেন্স আইপিএলের

দ্য রিপোর্ট ডেস্ক:প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ভারতে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ডব্লিউপিএল। প্রথমবারের মতো টি-টোয়েন্টি এই টুর্নামেন্টটিতে নিলামে খেলোয়াড় কেনা-বেচা হয়েছে। এবার নারী আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে বেশ জাকজমকপূর্ণভাবে। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি, কৃতি স্যাননের নাচের মোহে ক্রিকেট ও বিনোদনপ্রেমীরা এক হয়েছে। এই টুর্নামেন্টের থিমসংয়ে পাঞ্জাবি পপস্টার এপি ধিলোন মুগ্ধ করেছেন।

মুম্বাইয়ের ডিওয়াই স্টেডিয়ামে গতকাল শনিবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে পরেই মাঠে গড়ায় প্রথম ম্যাচ। ওপেনিং অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী। এরপর শুরুতে মঞ্চে আসেন কিয়ারা আদভানি। এরপর আসেন কৃতী শ্যানন ও এপি ধিলোন। কিয়ারা আদবানি জনপ্রিয় একাধিক গানের তালে নাচ পরিবেশন করে শুরুতে মাতিয়ে দেন দর্শকদের।

'ক্যায়া বাত হ্যায়’‌, ‘‌শাওন মে লাগ গায়ি আগ’‌, ‘‌হরে রাম হরে কৃষ্ণ’‌, 'যুগ যুগ জিও’‌, 'মোহে মারে নজরিয়া সাওরিয়া রে’, 'বিজলি’‌র মতো গানে পারফর্ম করেন কিয়ারা।

এরপর উইমেন্স প্রিমিয়ার লিগের পতাকা হাতে মঞ্চে আসেন কৃতী। ‘‌সুইটি তেরা ড্রামা’‌, ‘‌বরেলি কি বরফি’‌র গানে তিনি নাচ পরিবেশন করেন। দুই হিরোইনের পর মঞ্চে হাজির হন এপি ধিলোন। ব্রাউন মুন্ডে, ইনসেনসহ নিজের কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।

বর্ণাঢ্য পরিবেশনা শেষ হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা, পাঁচ দলের অধিনায়করা মঞ্চে উঠেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং, গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন বেথ মুনি, মুম্বাই ইন্ডিয়ান্সের ভারতীয় হরমনপ্রীত কৌর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের স্মৃতি মান্ধানা ও ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি একসঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন করেন।

নারীদের আইপিএলে প্রথম সংস্করণে ৫ দলের ৮৭ ক্রিকেটারের অংশগ্রহণে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে পুরো আসরে। ২১ মার্চ মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে নারী আইপিএলের প্রথম আসরের।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর