thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

প্রয়োজনে মির্জা ফখরুলকে  সরাসরি ফোন করা হবে : কাদের

২০২৩ মার্চ ০৬ ১৩:২১:৫৩
প্রয়োজনে মির্জা ফখরুলকে  সরাসরি ফোন করা হবে : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:নির্বাচনের বিষয়ে আলোচনা করতে প্রয়োজনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরাসরি ফোন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আওয়ামী লীগ প্রকাশ্যে আলোচনায় বিশ্বাসী। বিএনপিকে নির্বাচনে আনতে কোনো ব্যাকডোর আলোচনা হচ্ছে না। প্রয়োজনে মির্জা ফখরুলকে সরাসরি ফোন করা হবে। তবে এখন পর্যন্ত আলোচনার কোনো প্রয়োজন ও পরিস্থিতি নেই।

তিনি বলেন, বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে আওয়ামী লীগ মাঠে থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না আওয়ামী লীগ। তাদের আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু সহিংসতার চেষ্টা করলে পদক্ষেপ নেওয়া হবে।

কাদের বলেন, দেশের রাজনৈতিক আকাশের মেঘ কেটে যাবে। সংবিধানের মধ্য থেকেই সমাধান বের করতে হবে। বিএনপির উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠানো। তারা অস্বাভাবিক কিছু একটা করতে চায়।

তিনি বলেন, যুদ্ধের কারণে সারা বিশ্বে পণ্যের দাম বেড়েছে। কিন্তু সরকার বেশি দামে পণ্য কিনে কম দামে বিক্রি করছে। এরপরও পণ্যের দাম বেশি। পরিস্থিতি সামাল দিতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর