thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আশেপাশের সব হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৩ মার্চ ০৮ ০০:৪২:২১
আশেপাশের সব হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:গুলিস্তানের ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। আহত হয়েছেন শতাধিক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডিফোর্ট) ও রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে স্বাস্থ্যমন্ত্রী যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখানে ওষুধপত্র ও যন্ত্রপাতির কোন অভাব নেই। কাজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহতদের চিকিৎসা দিয়ে প্রস্তত রয়েছে। মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণে বেশি মারা গেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী

এছাড়া বিভিন্ন ভবনে অব্যবস্থাপনার কারণে বারবার বিস্ফোরণ হচ্ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬ জন মানুষের মৃত্যু হয়েছে। আর ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর