thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সরকারের ব্যর্থতায় ঢাকা বিস্ফোরণের নগরী: বিএনপি মহাসচিব

২০২৩ মার্চ ০৮ ১৩:১৭:৩০
সরকারের ব্যর্থতায় ঢাকা বিস্ফোরণের নগরী: বিএনপি মহাসচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকারের ব্যর্থতায় ঢাকা বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্যকরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতার কারণে এসব ঘটনা ঘটছে। সরকারের বিভাগগুলো কোনো কাজ না করে দুর্নীতিতে জড়িত হওয়ায় একের পর এক দুর্ঘটনা ও প্রাণহাণির এসব ঘটনা ঘটছে।

এ সময় ঢাকা বিষের নগরীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

নয়া পল্টনে র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সেখানে মির্জা ফখরুল অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে প্রাপ্য জামিন দেওয়া হচ্ছে না। সুযোগ দেওয়া হচ্ছে না বিদেশে চিকিৎসার। ’

বর্তমান সরকারের সময় সবচেয়ে বেশি নারী নির্যাতন হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, ‘নারীদের ক্ষমতায়ন না হলে সমাজকে সামনে এগিয়ে নেওয়া কঠিন। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর