thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি পিছিয়ে  ১৯ মার্চ

২০২৩ মার্চ ০৯ ১৭:৪০:২৫
খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি পিছিয়ে  ১৯ মার্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি তারিখ পিছিয়ে আগামী ১৯ মার্চ নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার পক্ষে আজ আদালতে হাজিরা দেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এরপর শুনানি প্রস্তুতির জন্য সময়ের আবেদন করেন তিনি। পরে আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন।

আসামিদের বিরুদ্ধে এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ গঠন করতে শুনানি শেষ করে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর