thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ডাচ বাংলা ব্যাংকের লুট হওয়া টাকার বড় অংশ উদ্ধার

২০২৩ মার্চ ০৯ ২০:৫৬:৩৬
ডাচ বাংলা ব্যাংকের লুট হওয়া টাকার বড় অংশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর উত্তরায় তুরাগ এলাকা থেকে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৭ লাখ টাকা লুট হওয়ার বড় অংশই উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে টাকা ভর্তি তিনটি ট্রাংক উদ্ধার করা হয়েছে। ট্রাংকগুলোতে ৯ কোটি টাকা থাকতে পারে। চতুর্থ ট্রাংকটি উদ্ধারের চেষ্টা চলছে।

হারুন অর রশীদ বলেন, এটি পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

এর আগে, এদিন সকাল ১১টায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৭ লাখ টাকা লুট করা হয়। ব্যাংকের বিভিন্ন বুথে টাকা রাখতে গেলে গাড়ি থেকে এসব টাকা লুট করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর