thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

করোনা সংক্রমন বেড়েছে দেশে

২০২৩ মার্চ ১০ ১৭:২৮:১৮
করোনা সংক্রমন বেড়েছে দেশে

দ্য রিপোর্ট প্রতিবেদক:করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আগের দিন (বৃহস্পতিবার) শনাক্ত হয়েছিল ছয়জন।

শুক্রবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯০৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের। সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৪৩৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর