thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ইউনূস দে‌শের বিরুদ্ধে নতুন ক‌রে ষড়যন্ত্র শুরু ক‌রে‌ছেন: হা‌নিফ  

২০২৩ মার্চ ১০ ১৯:২৯:১০
ইউনূস দে‌শের বিরুদ্ধে নতুন ক‌রে ষড়যন্ত্র শুরু ক‌রে‌ছেন: হা‌নিফ

 

দ্য রিপোর্ট প্রতিবেদক:নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসে প‌ক্ষে বি‌শ্বের ৪০ জন বি‌শিষ্ট ব্যক্তির চি‌ঠি দেয়া ষড়য‌ন্ত্রের অংশ ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হা‌নিফ।

শুক্রবার বি‌কে‌লে জাতীয় প্রেসক্লা‌বে বাংলা‌দেশ ইসলামী ঐক্য জো‌টের সুধী সমা‌বে‌শে এমন মন্তব্য ক‌রেন তি‌নি।

এসময় হা‌নিফ ব‌লেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসে প‌ক্ষে বি‌শ্বের ৪০ জন বি‌শিষ্ট ব্যক্তির চি‌ঠির প্রতি‌টি কথাই মিথ্যা। ড. মুহাম্মদ ইউনূস দে‌শের বিরুদ্ধে নতুন ক‌রে ষড়যন্ত্র শুরু ক‌রে‌ছেন।

গ্রামীন টে‌লিকমের টাকা চু‌রি ক‌রে তি‌নি নো‌বেল প্রাইজ কি‌নে‌ছেন ব‌লেও অ‌ভি‌যোগ ক‌রেন হা‌নিফ।

দে‌শের টাকা চু‌রি ক‌রে ইউনুস কি ক‌রে‌ছেন তার জবাব তা‌কে দি‌তে হ‌বে ব‌লেও মন্তব্য ক‌রেন মাহবুবুল আলম হা‌নিফ। এসময় তি‌নি ব‌লেন, বিএন‌পির আ‌ন্দোলন ঝি‌মি‌য়ে পড়ে‌ছে, তারা এখন ষড়য‌ন্ত্রের নতুন পথ খুজ‌ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর