thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন শুরু

২০২৩ মার্চ ১১ ১১:৩৩:২৪
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে সকল জেলা-মহানগরে একযোগে বিএনপির ১ ঘণ্টার মানববন্ধন চলছে।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীসহ দেশব্যাপী এ মানববন্ধন করছে বিএনপি।

বুধবার (৮ মার্চ) নিত্য পণ্যের দাম কমানো, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ মোট ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আব্দুল্লাহপুর (টঙ্গী ব্রিজ) থেকে শুরু হয়ে বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক-বাড্ডা-রামপুরা আবুল হোটেল থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে মৌচাক-শান্তিনগর-কাকরাইল-নয়াপল্টন-ফকিরাপুল-আরামবাগ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক-টিকাটুলি হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত শনিবার বিএনপির এই মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে। ১১ মার্চ ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর