thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

রাইলি রুশোর সেঞ্চুরি,অবিশ্বাস্য জয় মুলতানের

২০২৩ মার্চ ১১ ১২:০৩:৩৭
রাইলি রুশোর সেঞ্চুরি,অবিশ্বাস্য জয় মুলতানের

দ্য রিপোর্ট প্রতিবেদক:পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৪ উইকেটে পেশোয়ার জালমিকে ৪ উইকেটে হারিয়েছে মুলতান সুলতানস। প্রথমে ব্যাটিং করে পেশোয়ার জালমি ৬ উইকেটে ২৪২ রানের বিশাল সংগ্রহ করে।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান এসেছে অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে। আরেক ওপেনার সাইম আইয়ুব করেছেন ৫৮ রান। এছাড়া মোহাম্মদ হারিস ১১ বলে ৩৫ রানের টর্নেডো ইনিংস খেলেন। সঙ্গে ১৮ বলে ৩৮ রানের ক্যামিও খেলেন কোহলার-ক্যাডমোর। এতেই বিশাল সংগ্রহ পায় পেশোয়ার জালমি।

মুলতানের বোলারদের মধ্যে আব্বাস আফ্রিদি সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুলতান সুলতানস। মূলত রাইলি রুশোর দুর্দান্ত সেঞ্চুরিতে জয় পেয়েছে মুলতান। ৫১ বলে ১২১ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে ১২টি চারের সাথে ৮টি ছক্কা হাকিয়েছেন তিনি। আর কাইরন পোলার্ড করেছেন মাত্র ২৫ বলে ৫২ রান।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর