thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইর সাবেক পরিচালক খাজা গোলাম রসুল মারা গেছেন

২০২৩ মার্চ ১২ ১০:২৩:৩৯
ডিএসইর সাবেক পরিচালক খাজা গোলাম রসুল মারা গেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক খাজা গোলাম রসুল মারা গেছেন। কয়েক বছর ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন।

রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শনিবার (১২ মার্চ) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন খাজা গোলাম রসুল।

একসময় ডিএসইর ২২৮টি সদস্য পদের মধ্যে ৩২টিই ছিল তাদের পরিবারের। সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু ছিলেন। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও ডিএসই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

সিএমজেএফের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর সাবেক পরিচালক সিএমজেএফের অকৃত্রিম বন্ধু খাজা গোলাম রসুলের মৃত্যুতে আমরা শোকাহত। শোক বার্তায় সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী বলেন, গোলাম রসুলের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর