thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

 ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাফ জানিয়ে দিলো

দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না  বিএনপি

২০২৩ মার্চ ১২ ১৩:১৩:১১
দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না  বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাফ জানিয়ে দিয়েছে বিএনপি।

রোববার (১২ মার্চ) সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। আগামী নির্বাচন কীভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

উল্লেখ্য, সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গাড়ি গুলশান ২ নম্বরের ৫৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাসায় প্রবেশ করে। আগে থেকে এই ভবনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতরা অবস্থান করছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর