thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গত সপ্তাহের উর্ধ্বমূখী বাজার আজ পতনে

২০২৩ মার্চ ১২ ১৫:২৪:৩৮
গত সপ্তাহের উর্ধ্বমূখী বাজার আজ পতনে

দ্য রিপোর্ট প্রতিবেদক:কোম্পানিগুলোর ফের ফ্লোর প্রাইস (শেয়ার দর কমার সর্বনিম্নসীমা) নির্ধারণ করায় খরা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেশের দিচ্ছিলো পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে (০৫-০৯ মার্চ) সূচকের উত্থান হয়েছিলো পুঁজিবাজারে। তবে আজ সপ্তাহের প্রথম দিন সূচক কমেছে পাশাপাশি আগের দিনের থেকে লেনদেনও কমেছে।

আজ সপ্তাহের প্রথমদিন শেষে ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২১ পয়েন্টে।ডিএসই থেকে প্রাপ্ত তথ্য বলছে গত সপ্তাহে ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিলো ৬ হাজার ২৬০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬২ পয়েন্টে এবং দুই হাজার ২২৬ পয়েন্ট অবস্থান করছিলো।


প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে লেনদেন চাঙ্গাভাব দেখা গেছে। বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮০০ কোটি টাকার বেশি। এরমধ্যে দেশের প্রধান পুঁজিবাজা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৭৯১ কোটি টাকা এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি টাকার লেনদেন বেড়েছে। যদিও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন চেয়ারম্যান গত মাসের শেষের দিকে এক অনুষ্ঠানে বলেছিলেন পুঁজিবাজারে মার্চ মাসে অনেক ভালো খবর থাকবে। পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন পুঁজিবাজার অভিভাবকের এমন কথায় বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। পাশাপাশি ফ্লোর প্রাইস নির্ধারনও এর অন্যতম কারন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যার ফলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার।পুঁজিবাজার বিশেষজ্ঞরা মনে করেন, বিএসইসি পুনরায় ফ্লোর প্রাইস নির্ধারণ করায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে। বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির এমন সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মনে করেন, গত বছরের ২১ ডিসেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ফ্লোর প্রাইস প্রত্যাহার করে কমিশন। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর অসাধু চক্র বাজারে সক্রিয় হয়। বাজারে সূচকের সঙ্গে লেনদেনও কমতে থাকে। তবে বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে আবারো ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে এবং লেনদেনও গতি বাড়ছে

এদিকে, বাজার বিশ্লেষণে দেথা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলে এক ৭৯৩ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৯১ কোটি ৪ লাখ টাকা বা ৪৪ দশমিক ১০ শতাংশ। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৪৭৬ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৪ লাখ টাকার। আগের সপ্তাহের চেয়ে ১৯ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৩০ লাখ টাকা। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট বা ০.৯১ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫০ পয়েন্টে।

অন্যদিকে আজ সপ্তাহের প্রথমদিন দিনভর লেনদেন হওয়া ৩৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭ টির, দর কমেছে ১৩৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৫ টির। আজ ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০ কোটি ৩০ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৩ পয়েন্টে। সিএসইতে ১৫২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দর বেড়েছে, কমেছে ৬৫টির এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট মাহা/১২ মার্চ,২০২৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর