thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রাবির ঘটনায় রেলওয়ের মামলা, আসামি ৩০০

২০২৩ মার্চ ১৪ ১১:৫৬:৫৪
রাবির ঘটনায় রেলওয়ের মামলা, আসামি ৩০০

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে শনিবার স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর রেললাইন অবরোধের ঘটনায় একটি মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার রাত ১১টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী রাজশাহী রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে ২০০-৩০০ জন অজ্ঞতানামা ‘বিক্ষুব্ধ জনতার’ কথা বলা হয়েছে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মামলা হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। মামলায় কোনো প্রতিষ্ঠানের কারও নাম উল্লেখ করা হয়নি। মামলায় বিক্ষুব্ধ জনতার কথা উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর