thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

এস কে সিনহার বাড়ি জব্দে চিঠি পাঠাবে দুদক

২০২৩ মার্চ ১৫ ১৯:৩৬:৪৬
এস কে সিনহার বাড়ি জব্দে চিঠি পাঠাবে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক:সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার যুক্তরাষ্ট্রের বাড়ি জব্দে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই এ চিঠি দিবে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৫ মার্চ) দুদক সচিব মো. মাহফুজ হোসেন রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের এ কথা জানান।

মো. মাহফুজ হোসেন অভিযোগ করে বলেন, কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেছেন। ওই অর্থের দুই লাখ ৮০ হাজার ডলার যুক্তরাষ্ট্রে থাকা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে পাচার করেন। এই টাকায় কেনা হয় যুক্তরাষ্ট্রের তিনতলা বাড়ি।

এ ঘটনায় দায়ের করা মামলার সঠিক তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্রে এসকে সিনহা ও অনন্ত সিনহার ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ২০ ফেব্রুয়ারি এই আদেশ দেন আদালত।

দুদক সচিব জানান, বাড়িটি ক্রোক/ব্যাংক হিসাব ফ্রিজসহ বিভিন্ন আলামত সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তা শিগগিরিই যুক্তরাষ্ট্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) পাঠাবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর