thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ফিফটির দেখা পেলেন লিটন

২০২৩ মার্চ ২০ ১৫:৫৮:২১
ফিফটির দেখা পেলেন লিটন

দ্য রিপোর্ট প্রতিবেদক:চলতি বছর ব্যাট হাতে আলো ছড়াতে পারছিলেন না লিটন দাস। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে রানে ফেরার আশা জাগিয়েও নিজের সঠিক ফর্মে ফিরতে পারেননি এই ব্যাটার। একদিনের ক্রিকেটে যেন নিজেকে হারিয়েই ফেলছিলেন দেশসেরা এই ব্যাটার। তবে অবশেষে হাসল লিটনের ব্যাট। আইরিশদের বিপক্ষে বছরের প্রথম ওয়ানডে ফিফটির দেখা পেলেন ডানহাতি এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ব্যক্তিগত ২৩-এ রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তবে লিটন ৬০ ও নাজমুল শান্ত ৩৭ রানে ব্যাট হাতে অপরাজিত রয়েছেন।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর