thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ 

২০২৩ মার্চ ২০ ১৬:৩৭:২৭
আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভসমাবেশ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা।

সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে সুপ্রিম কোর্ট এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় পুনরায় সুপ্রিম কোর্ট বার নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা।

সমাবেশে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী এজে মোহাম্মাদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সংগঠনের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জাব্বার ভুইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ আইনজীবী নেতারা।

এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ভোট দিলেও বিএনপি সমর্থিত আইনজীবীরা ভোটদান থেকে বিরত থেকেছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর