thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

পুঁজিবাজারের বিনিয়োগ সংক্রান্ত লংকা বাংলার আলোচনা

২০২৩ মার্চ ২২ ১৬:২৩:৩২
পুঁজিবাজারের বিনিয়োগ সংক্রান্ত লংকা বাংলার আলোচনা

দ্য রিপোর্ট প্রতিবেদক:খুলনা অঞ্চলে পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভা আয়োজন করেছে লংকাবাংলা সিকিউরিটিজের খুলনা ডিজিটাল বুথ। বুধবার সকাল ১০টায় খুলনায় লংকাবাংলা সিকিউরিটিজ হাউজে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উদ্ভাবনীয় ও আধুনিক প্রযুক্তির সহায়তায়, সামগ্রিক পুঁজিবাজারকে সফলতার সাথে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ। যার ধারাবাহিকতায় লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী, খুলনা ডিজিটাল বুথের ম্যানেজার আব্দুর রহিম মুকুল ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে খুলনার বিভিন্ন পেশাজীবী,বহু শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার এবং গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভবিষ্যৎ পথচলায় সহযোগিতামূলক মতামতের মাধ্যমে, অতিথিরা এই আয়োজনকে ভিন্নমাত্রা প্রদান করেন। লংকাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে দেশজুড়ে এরূপ আয়োজন ও উদ্যোগের মাধ্যমে, পুঁজিবাজারের উন্নতি সাধনের লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ বদ্ধপরিকর।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর