thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

শচিনের কথা মনে পড়ছে আকরাম-বাশারদেরও

২০১৩ নভেম্বর ১২ ১৮:৪৬:২৭
শচিনের কথা মনে পড়ছে আকরাম-বাশারদেরও

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ক্রিকেট ঈশ্বরকে বিদায় জানাতে প্রস্তুত ভারত, প্রস্তুত গোটা ক্রিকেট বিশ্বও; সঙ্গে বাংলাদেশের সাবেক ক্রিকেটারাও। ঘরের মাঠেই বিদায়, তাই আবেগে উদ্ভাসিত শচিন নিজেও। তবে বরাবরের মতোই এ কিংবদন্তী নীরব ও বিনায়বনত। এতোদিন যে ক্রিকেটের সঙ্গে বসবাস; তাকে ছেড়ে যাওয়ার কষ্ট লুকিয়ে রাখছেন। হয়তো কাঁদছেন একান্তে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ নভেম্বর থেকে শুরু হওয়ার মুম্বাই টেস্টের পরই সবধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতের ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকার।

বিদায়ের করুণ সুর বাজছে গোটা ক্রিকেট বিশ্বে। বিদায়ের সময় শচিন পাশে পেয়েছেন সতীর্থসহ ক্রিকেট বিশ্বের সব নামকরা ক্রিকেটারদের। ব্রায়ান লারা, পন্টিং, ম্যাকগ্রা কিংবা শেন ওয়ানসহ বহু তারকা। এই তালিকায় এবার যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কেরাও। শচিনের বিদায়কে কিভাবে দেখছেন সাবেক ক্রিকেটাররা তাই পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, ‘শচিনের মতো ক্রিকেটার পাওয়া কঠিন। আমার মনে আছে ১৯৯৮ সালের এশিয়া কাপের কথা। সে সময় শচিন দলের অধিনায়ক ছিলেন; আর আমি বাংলাদেশের। এছাড়াও ওর (শচিন) সাথে অনেকগুলো এক্সিভিশন ম্যাচও খেলেছি। আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একজন ক্রিকেটারের সঙ্গে খেলতে পেরেছি। তার চেয়েও বড় কথা ওর অনেক ম্যাচ আমি দেখেছি। ওর অবসরে পৃথিবী অনেক বড় একজন ক্রিকেটারের খেলা মিস করবে।’

আকরাম যোগ করেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে শচিনের জন্য দোয়া করছি। তিনি ক্রিকেট জীবনে যে ভাবে সফল হয়েছেন আশা করি ব্যক্তিজীবনেও এরচেয়ে বেশি সাফল্য পাবেন। শচিনের মতে ক্রিকেটার পাওয়া কঠিন। তবে এক এক সময়তো এক এক রকম খেলোয়াড় তৈরি হয়। তবে ও যেসব রেকর্ড করেছে এতো রেকর্ড কারো পক্ষে করা সম্ভব নয়।’

সাকেব অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর ভাষায়, ‘শচিনের খেলা দেখতে পেরেছি এটাই বড় প্রাপ্তি। ওর মতো একজন ক্রিকেটারকে হারাবো; বিষয়টি খুবই কষ্টদায়ক। ১৯৯৮ সালে ওর সঙ্গে কোকা কোলা কাপ খেলেছি। এরকম অনেক স্মৃতেই মনে পড়ছে। ওর মতো ক্রিকেটার ২০০তম টেস্ট খেলছে এটা আল্লাহর অশেষ মেহেরবানী। ওর উপর আল্লাহর বিশেষ রহমত আছে। আমাদের দেশের ক্রিকেটারদের উচিত তিনি যে ডিসিপ্লিনে খেলে গেছেন সেটা অনুসরণ করা।’

বর্তমান বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘শচিন একজন গ্রেট ক্রিকেটার। শুধু রেকর্ড বলে কথা না, একজন ভালো মানুষ হিসেবে মাঠের ভিতরে কিংবা বাইরে সবজায়গায় শচিন টেন্ডুলকার একজন গ্রেট মানুষ, গ্রেট ক্রিকেটার ছাড়া তাকে আর বলার কিছুই নেই।’ স্মৃতির ক্যানভাস সামনে টেনে তিনি আরো বলেছেন, ‘মনে পরে বঙ্গবন্ধু স্টেডিয়াম আমি শচিনকে কটবিহাইন্ড করেছিলাম। ওই স্মৃতিটা আমার জীবনের একটি স্মরণীয় মূহুর্ত। যেকোনও বোলারের জন্যই তা একটি বড় ব্যাপার। এছাড়া আমি যখন বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলাম তখন ওকে অনুরোধ করে নিয়ে এসেছিলাম বাংলাদেশ দলের ড্রেসিং রুমে।’

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘শচিন খুব উঁচু মানের ক্রিকেটার। তার চেয়ে বড় কথা তিনি যত না উচুঁ মানের ক্রিকেটার তার চেয়ে বড় হৃদয়ের মানুষ। এমন ক্রিকেটার পৃথিবীতে আসবে কিনা সে নিয়ে আমার সন্দেহ আছে। নি:সন্দেহে খুব ভালো মনের মানুষ। এই মানের ক্রিকেটার সহজে দেখা যায় না।’

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর