thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১

২০২৩ মার্চ ২৪ ২০:৩৮:১১
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১

দ্য রিপোর্ট ডেস্ক:সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, ইরানপন্থী ওই গোষ্ঠী মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের এক ঠিকাদার নিহত এবং পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন। জবাবে সিরিয়ার পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তারা এই হামলা চালিয়েছে। হামলায় ওই গোষ্ঠীর ১১ জন সদস্য নিহত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ওই গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। কোনো গোষ্ঠী আমাদের সেনাদের ওপর হামলা চালিয়ে শাস্তি থেকে রেহাই পাবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর