thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দলীয়করণের কারনে  স্বাস্থ্য ব্যবস্থার চরম অবনতি : ড. খন্দকার মোশাররফ

২০২৩ মার্চ ২৮ ১৫:২৫:০৬
দলীয়করণের কারনে  স্বাস্থ্য ব্যবস্থার চরম অবনতি : ড. খন্দকার মোশাররফ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পরও স্বাস্থ্য ব্যবস্থায় কি পরিমাণ বিপর্যয় নেমেছে তা সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা দেখলেই বোঝা যায়। এর মূল কারণ হচ্ছে দলীয়করণ।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলীয়করণ করে অযোগ্য লোকেরা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, যোগ্য ব্যক্তিরা অবহেলিত। চিকিৎসা ব্যবস্থায় দলীয় সিন্ডিকেটের প্রভাবের কারণে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। জনগণের প্রতি তাদের (আওয়ামী লীগের) দায়বদ্ধতা নেই বলেই স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংস হয়েছে। করোনায় সার্টিফিকেট জালিয়াতি করে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক বিষয়গুলোসহ বাংলাদেশের সকল সেক্টরেই আওয়ামী লীগ সরকার বিপর্যয় নামিয়েছে। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সকল কিছুতেই দলীয় প্রভাব।

সরকারি হাসপাতালে বিকেলে ফি নিয়ে রোগী দেখার ব্যবস্থার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সরকারি দলের লোকদের পকেট ভারী করার জন্য, নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্যই এ ব্যবস্থা চালু করা হচ্ছে। যা জনগণের কোনো উপকারে আসবে না। এসময় তিনি বলেন, যতদ্রুত সম্ভব এ সরকারকে সরিয়ে দিয়ে দেশের মানুষকে বাঁচাতে হবে, এর জন্য প্রয়োজন একটি গণঅভ্যুত্থান।

সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ দলের অন্য নেতারাও বক্তব্য রাখেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর