thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

বিক্ষোভের মুখে বিচার ব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটলেন  নেতানিয়াহু

২০২৩ মার্চ ২৮ ১৫:৩৯:৪২
বিক্ষোভের মুখে বিচার ব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটলেন  নেতানিয়াহু

দ্য রিপোর্ট ডেস্ক:বিক্ষোভের মুখে বিচারব্যবস্থার সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এই পিছু হটার ঘোষণা দেন। তবে সংস্কার প্রস্তাব বাতিল করার ঘোষণা দেননি তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিক্ষোভকারীরা প্রতিবাদ অব্যাহত রাখবেন। কারণ তাদের দাবি ছিল প্রস্তাবটি বাতিল করা।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমি এ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য দ্বিতীয় এবং তৃতীয় অধিবেশন পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ জাতির মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে, তা দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদক্ষেপকে ‘গৃহযুদ্ধ এড়ানোর একটি সুযোগ’ বলে মনে করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এদিকে সংস্কার বিল বাতিলের দাবিতে চলমান বিক্ষোভ নিয়ে ইসরায়েলের সেনাপ্রধান সোমবার বলেন, এই সময়টি অন্য যে কোনো সময়ের চেয়ে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ।

বিচার বিভাগীয় সংস্কার ইস্যুকে কেন্দ্র করে দেশটিতে হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। চলতি বছরের শুরুতে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে। বিক্ষোভ প্রথমে বড় বড় শহর শুরু হলেও পরে তা ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়ে। প্রথম দিকে বিচার বিভাগীয় সংস্কারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এই আন্দোলন শুরু করে ইসরায়েলের জনগণ। পরে তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে পরিণত হয়।

বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহুর রাজনৈতিক বিরোধীরা। তবে নেতানিয়াহুর পক্ষের অনেকেও তার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর