thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

কুরাকাওর বিরুদ্ধে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

২০২৩ মার্চ ২৮ ১৬:২২:৪৩
কুরাকাওর বিরুদ্ধে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

দ্য রিপোর্ট ডেস্ক:চলতি মৌসুমে ফিফা আন্তর্জাতিক দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কুরাকাও। দেশটির বিপক্ষে বুধবার (২৯ মার্চ) মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সান্তিয়াগো দেল এস্তেরোয় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।

এর আগে, কাতারে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জয়ের বিরতি শেষে প্রথমবার মাঠে নেমেছিল লিওনেল মেসিরা। তবে ঘরের মাঠে প্রথমবার ‘তিন তারকাখচিত’ জার্সি পরে উৎসবের প্রীতি ম্যাচে খেলতে নেমেই কঠিন পরীক্ষার মুখে পড়েছিল লে আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত অবশ্য স্বাগতিকদের আটকে রাখতে পারেনি পানামার ফুটবলাররা। মেসির ইতিহাস গড়ার রাতে প্রত্যাশিত জয় তুলে নিয়েই মাঠে ছেড়েছিল আকাশি-নীল শিবির।

এদিকে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাকাও ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৬ নম্বরে, গত বছর হন্ডুরাসকেও হারিয়েছে ২৭৬ বর্গমাইলের দেশটি। ২০১১ সালে ফিফার পূর্ণ সদস্যপদ পাওয়া কুরাকাওয়ে ২০১৭ সালে ক্যারিবিয়ান কাপের চ্যাম্পিয়ন হয়েছিল। এমনকি ২০১৯ সালে কনকাকাফ নেশন্স লিগে শেষ আটেও খেলেছিল তারা। আর তাই ১৯২৪ সালে ফুটবল শুরু হওয়া দেশটির বিপক্ষে নামার আগে সর্তকই থাকবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে মেসিদের অনেক পেছনে থাকা দেশটি বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, তা অনুমেয় না হলেও এই ম্যাচটি দেখতে প্রায় রেকর্ডসংখ্যক সমর্থক আগ্রহ জানিয়েছেন।

এএস সকারের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি দেখতে এক দশমিক ৭৯ মিনিটে ৩৯ হাজার ৮৬ জন ফুটবলপ্রেমী টিকিট কিনেছেন।

অন্যদিকে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করতে পারা দেশটির বিপক্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের একাদশ কেমন হতে পারে, তা নিয়ে ধারণা দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

আর্জেন্টাইন সম্ভাব্য একাদশ :এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ/ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর